অনলাইন জন্ম নিবন্ধন চেক করার নিয়ম। online bris check bd 2022
অনলাইন জন্ম নিবন্ধন চেক করার নিয়ম জানতে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন।
আপনার জন্ম নিবন্ধন কপিটি অনলাইন করা হয়েছে কি না তা জানতে চাচ্ছেন?
খুব সহজেই আপনার হাতে থাকা স্মার্ট ফোনের মাধ্যমে জানতে পারবেন আপনার জন্ম নিবন্ধন কপিটি অনলাইনে রেজিষ্ট্রেশন করা হয়েছে কি না।
আপনি যদি Online bris check bd live অথবা জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড 2022 সম্পর্কে না জেনে থাকেন, তাহলে আজকের এই আর্টিকেলটি আপনার জন্য।
আসলে আমাদের মধ্যে অনেকেই মনে করে অনলাইনে জন্ম নিবন্ধন চেক করা অনেক কঠিন।
কিন্তু সত্যি বলতে খুবই সহজ। এর জন্য আপনাকে জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্মতারিখ জানতে হবে। আর তাহলেই জন্ম নিবন্ধন যাচাই করতে পারবেন।
অনলাইন জন্ম নিবন্ধন চেক করার নিয়ম। জন্ম নিবন্ধন যাচাই কপি bangladesh। জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড ২০২২
আর এজন্য প্রথমে আপনার মোবাইলে গুগলে গিয়ে সার্চ করুন bris check bd.com লিখে।
সার্চ দেওয়ার পর আপনার মোবাইলে "জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান করুন" এরকম নামে একটা ওয়েবসাইট প্রদর্শীত হবে। আপনি উক্ত ওয়েবসাইটটিতে প্রবেশ করুন।
উল্লেখ্য বিষয় হলো, উক্ত ওয়েবসাইটটিতে Webpage Not Available এরকম তথ্য প্রদর্শিত হতে পারে।
আপনার দুর্বল নেট বা অন্য যে কোনো কারণেই এ সমস্যা দেখা দিতে পারে।
আপনি উক্ত ওয়েবসাইট ছাড়াও আরেকটি ওয়েবসাইটের মাধ্যমে আপনার জন্ম নিবন্ধন অনলাইন রেজিষ্ট্রেশন করা হয়েছে কি না জানতে পারবেন।
সেই ওয়েবসাইটটির নাম হলো Birth and Death Verification. আপনি যখন bris check bd.com লিখে সার্চ করবেন।
তখন "জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান করুন" এই ওয়েবসাইটটির উপরে Birth and Death Verification ওয়েবসাইটটি দেখা যাবে।
একটা ওয়েবসাইটের সার্ভারে সমস্যার কারণে তথ্য প্রদর্শিত না হলে আপনি আরেকটা দিয়ে আপনার জন্ম নিবন্ধন অনলাইন কপি দেখতে পারবেন।
যদি Birth and Death Verification এ ওয়েবসাইটটির মাধ্যমে দেখতে চান, তাহলে এই ওয়েবসাইটটিতে প্রবেশ করার জন্য এতে ক্লিক করুন।
এই ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর বাম পাশে জন্ম নিবন্ধন যাচাই ফর্ম থাকবে এবং ডান পাশে লিখা থাকবে Click here to verify death record.
তাই ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর আপনাকে বাছাই করে নিতে হবে আপনি জন্ম নিবন্ধন নাকি মৃত্যু সনদ দেখতে চান।
যদি আপনাকে অনলাইন মৃত্যু সনদের কপি দেখানোর জন্য
- Death Registration Number
- Date of Death
এরকম তথ্য চায় তাহলে আপনি ডান পাশে একটা অপশন দেখতে পাবেন এরকমঃ
Click here to verify birth record. এই অপশনটিতে ক্লিক করার পর আপনার কাছে এরকম কিছু তথ্য চাওয়া হবে।
যাইহোক আমরা যেহুতু জন্ম নিবন্ধন চেক করব তাই বাম পাশে জন্ম নিবন্ধন যাচাই ফরম দেখবো।
- Birth Registration Number (এখানে আপনার জন্ম নিবন্ধনের ১৭ অঙ্কের সংখ্যাটি লিখুন)
- জন্ম নিবন্ধন যাচাই yyyy mm dd
এখানে আপনার জন্ম তারিখটি লিখতে বলা হয়েছে। প্রথমে জন্মসাল তারপর মাস ও অবশেষে তারিখ সিরিয়ালি লিখুন।
তারপর আপনাকে একটা গাণিতিক সমস্যা সমাধান করতে বলা হবে।
The answer is....
এই অপশনটিতে গাণিতিক সমস্যার সমাধানটি লিখে দিবেন। সবগুলো তথ্য পূরণ করার পর নিচে
Search বা Verify এর মধ্যে যে কোনো একটি অপশন পাবেন ও তাতে ক্লিক করে দিবেন।
এবার আপনার জন্ম নিবন্ধনটি যদিই অনলাইনে রেজিষ্ট্রেশন করা হয়ে থাকে, তাহলে তা নিম্নোক্ত তথ্যগুলো প্রদর্শন করবেঃ
নামঃ জাকারিয়া
মাতার নামঃ জাহারা বেগম
মাতার জাতীয়তাঃ বাংলাদেশী
পিতার নামঃ ইকবাল
পিতার জাতীয়তাঃ বাংলাদেশী
জন্মস্থান ঃ দেবিদ্বার, কুমিল্লা।
এখানে নাম অপশনটিতে আপনার নাম ও আপনার বাকি তথ্যগুলোও এভাবে দেয়া থাকবে।
উক্ত তথ্যগুলো বাংলা অথবা ইংরেজি বা উভয়ভাবেই প্রদর্শিত হতে পারে।
আশা করি এই প্যারাতে অনলাইন জন্ম নিবন্ধন চেক করার নিয়ম সম্পর্কে জানতে পেরেছেন।
আরো পড়নঃ বাটন ফোনের লক খোলার উপায় ২০২২
ডিজিটাল জন্ম নিবন্ধন সনদ যাচাই। জন্ম নিবন্ধন অনলাইন চেক করার নিয়ম।জন্ম নিবন্ধন যাচাই yyyy mm dd
জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড। জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড pdf
ডিজিটাল জন্ম নিবন্ধন সনদ যাচাই ওয়েবসাইটে যে সকল তথ্য পাবেন
- প্রথমে আপনি দেখতে পাবেন আপনার জন্ম নিবন্ধন কত সালে রেজিস্ট্রেশন করা হয়েছিল।
- তারপর রেজিস্ট্রেশন অফিস কোথায় ছিল তাও দেখতে পাবেন।
- এখন দেখতে পাবেন Date of birth, Birth registration number। একটি অপশন থাকবে আপনি পুরুষ নাকি মহিলা।
- এর নিচে বাংলাতে আরো কিছু তথ্য লেখা থাকবে।
- এগুলো হলো নিবন্ধিত ব্যক্তির নাম, জন্মস্থান, মাতার নাম, মাতার জাতীয়তা, পিতার নাম, পিতার জাতীয়তা।